cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

Lost Modesty

আমরা লস্টমডেস্টি টিম, কাজ করছি অশ্লীলতা আর নোংরামির বিরুদ্ধে। আমাদের প্রত্যাশা সেদিনের যেদিন আমাদের ভাই আর বোনগুলো হবে কলঙ্কমুক্ত, নিষ্পাপ।

Show more
Advertising posts
14 310
Subscribers
+2924 hours
+1687 days
+1 39630 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

প্রায় এক বছর আগে (ময়মনসিংহের) গফরগাঁও উপজেলার একজন তরুণ আলিম ভাই আমাদের কাছ থেকে 'মুক্ত বাতাসের খোঁজে' ও 'আকাশের ওপারে আকাশ' বই দুটি নিয়েছিলেন। সাথে কিছু লিফলেটও নিয়েছিলেন। . উনি একটি মাসজিদে খতীবের দায়িত্বে আছেন। উনার মাসজিদে এলাকার তরুণ-যুবকদের নিয়ে নিয়মিত হালাকাহ করেন। সেসব হালাকায় আমাদের কাছ থেকে নেওয়া বই দুটিও পড়তে দেন। . এক বছর যাবৎ চালিয়ে যাওয়া এই কাজের রেজাল্ট জানালেন দুদিন আগে। ২০-২৫ জন যুবক বই দুটি পড়েছে। তাদের মধ্যে কয়েকজন হারাম রিলেশন ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইয়ের মেহনত কবুল করুন। . এরকম সাক্সেস স্টোরি শুনতে বেশ আনন্দ লাগে। কাজ চালিয়ে যাওয়ার ভালো মোটিভেশন পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণকর কাজগুলো জারি রাখার তাওফিক দান করুন। আমীন। . #শুদ্ধতার_গল্প ২ #FightAgainstFahshaa #Mymensingh
Show all...
115👍 6
সহজ ভাষায়, যৌনতা, অশ্লীলতা আর সহজলভ্য প্রেম হল মানুষকে নিয়ন্ত্রণের হাতিয়ার। জনগণকে প্রেমের মাদকে, শরীরী নেশার মায়াজালে আর অশ্লীল বিনোদনে ডুবিয়ে রাখতে পারলে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হয়। মনমতো আইনকানুন, জীবনব্যবস্থা চাপিয়েদেওয়া যায়। শোষণ করা যায়। বিশ্বব্যবস্থার রাজারা তাই প্রজাদের জন্য অসীম প্রেম, বিনোদন, শরীরী নেশার স্বাধীনতা দিয়ে রেখেছে–তোমার মন যা চায় তুমি তাই করো–বিনিময়ে তারা প্রজাদের পায়ে পরিয়ে দেয় পরাধীনতার এক অদৃশ্য শেকল। বানিয়ে ফেলে হাতের পুতুল! এসো, আমাদেরকে বন্দীত্বের শেকল পরানো কলুষতার এই সব কারিগর আর তাদের নানা কারিগরি চিনে নেওয়া যাক। কৃতজ্ঞতা : Amatullah Haneen . বই: আকাশের ওপারে আকাশ লেখক: লস্ট মডেস্টি প্রকাশক: Ilmhouse Publication . #আকাশের_ওপারে_আকাশ #LostModesty
Show all...
😢 57👍 13💔 7 2
কৃতজ্ঞতা : মুসলিমাহ নাবিলা . বই: আকাশের ওপারে আকাশ লেখক: লস্ট মডেস্টি প্রকাশক: Ilmhouse Publication . #আকাশের_ওপারে_আকাশ #LostModesty
Show all...
61👍 3😢 1
আল্লাহর জন্য কোনো কিছু ত্যাগ করলে আল্লাহ এর চাইতেও শতগুণ বেশি পুরস্কার দান করেন। আল্লাহর জন্য স্যাক্রিফাইস করো। আখিরাতের সুবিশাল পুরস্কারের পাশাপাশি দেখবে তোমার দুনিয়ার এই জীবনটাতেও নেমে আসবে জান্নাতের প্রশান্তি। এমন এক শান্তির দেখা পাবে, যা ভাষায় বোঝানো অসম্ভব। তোমার জীবনটা সহজ হয়ে যাবে। তুমি বুঝতে পারবে অলক্ষ্যে থেকে কেউ একজন তোমার জীবনপথে বিছানো কাঁটাগুলো তুলে সেখানে লাগিয়ে দিচ্ছে ফুলগাছ। . গার্লফ্রেন্ড নেই, প্রেম করতে পারছো না? মন খারাপ করো না, আল্লাহ তোমাকে পবিত্র রাখতে চাচ্ছেন। ব্রেকআপ হয়েছে? আল্লাহ তোমাকে অন্ধকার থেকে আলোতে আসার সুযোগ করে দিচ্ছেন, সসীম এই জগতের একটা মরণ ফাঁদ থেকে বাঁচিয়ে আল্লাহ তোমাকে অসীম জীবনের জান্নাত দিতে চাচ্ছেন। এমন এক জান্নাত দিতে চাচ্ছেন যার প্রশস্ততা আসমান ও যমীনের সমান। এরপরও কি তুমি মন খারাপ করে থাকবে? আল্লাহর কথা তোমার বিশ্বাস হয় না? ‘সেই মুমিনরাই সফল, যারা তাঁদের লজ্জাস্থান সংরক্ষণ করে। [১] ‘যাকে আগুন হতে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফলকাম। বস্তুত পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়।’ [২] ‘নিশ্চয় আমি তাদের ধৈর্যের কারণে আজ তাদেরকে পুরস্কৃত করলাম, নিশ্চয় তারাই হলো সফলকাম। [৩] রাসূলুল্লাহ (ﷺ) তো তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। বলেছেন- ‘যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু (জিহবা) এবং দু’পায়ের মধ্যখানের (লজ্জাস্থান) হিফাযতের নিশ্চয়তা দেবে, আমি তার জান্নাতের ব্যাপারে নিশ্চয়তা দেব।[৪] . যেই আল্লাহ মূসাকে দিলেন, ইউসুফকে দিলেন, কিফ্‌লকে দিলেন সেই আল্লাহ পবিত্র থাকার পুরস্কার আমাদের দেবেন না- এমন কী কোথাও লেখা আছে? আল্লাহ তো সুস্পষ্ট ঘোষণা দিয়েই রেখেছেন, ‘যে আল্লাহকে ভয় করে আর ধৈর্য ধরে, আল্লাহ এমন ভালো মানুষদের প্রতিদান নষ্ট করেন না।[৫] এরপরও কেন আমরা সন্দেহ করি? কেন আল্লাহর ওপর ভরসা করতে পারি না? হারাম রিলেশন থেকে দূরে থাকলে আমাদের জীবনের সব রং, সব আনন্দ পল্লী বিদ্যুতের লোডশেডিং এর মতো একযোগে নিভে যাবে- কেন এমন হাস্যকর বিশ্বাস আমরা আঁকড়ে ধরে বসে থাকি? আল্লাহ কি ওয়াদার খেলাফকারী? আল্লাহ কি প্রতিশ্রুতি ভঙ্গ করেন? . নিজেদের প্রশ্ন করো। প্রশ্নগুলো এড়ানোর চেষ্টা করো না। ছাড়াছাড়াভাবে তাড়াহুড়ো করে উত্তর দিয়ে মনকে ভুলিয়ে রেখো না। সময় নিয়ে ভাবো। পর্দার লাল নীল জগতের স্বপ্ন বেচার চোরাকারবারি, বিজ্ঞানমনস্ক ‘স্যার’ আর কিউট কিউট ভাইয়ারা কথার মায়াজাল বিছিয়ে রেখেছে: সময় তো তোমার এখনই, এ সময় প্রেমহীন কাটালে কলঙ্ক হয়ে যাবে মানবজন্মের নামে। অনেক কিছু হারাচ্ছো তুমি, জীবনের অনেক মজা থেকে বঞ্চিত হচ্ছো, উপভোগ করতে পারছো না, পুড়ে ছাই হয়ে যাচ্ছে তারুণ্যের সব আবেগ...ব্যর্থতায় নষ্ট কষ্টে অবলীলায় কেন শেষ করছো এই স্বপ্নের জীবন এক অবেলায়? . সেক্যুলার  ধর্মের পীরবাবাদের দ্বারা ব্রেইনওয়াশড হয়ে তোমরা হয়তো ভেবেছিলে বিয়োগান্তক কোনো উপন্যাসের নায়কের মতো পা টেনে টেনে হেঁটে বিদায় নেবে এই আলো ঝলমলে পৃথিবী থেকে। তোমাদের জীবনের কোনো লাভ লস নেই। পুরোটাই লস। সব সমর্পিত ব্যর্থতার কাছে, হতাশার কাছে। তোমরা ভুল ভেবেছিলে। তোমরা ভুল ছিলে। হয়তো তথাকথিত প্রগতিশীলদের চোখে তুমি বোকা, ধর্মান্ধ মোল্লায় পরিণত হয়েছো। হয়তো ওদের তৈরি সংজ্ঞায় হেরে গেছো তুমি সেই রূপসীর চোখে, ধোঁকা দিয়েছে তোমাকে সেই রাজপুত্র। কিন্তু তারা জানে না, হেরে গিয়েও জিতে গেছো তুমি! ‘হেরে গিয়ে’ও জেতা যায়! . প্রবন্ধ: হারিয়ে পাওয়া [শেষ পর্ব] বই: আকাশের ওপারে আকাশ লেখক: লস্ট মডেস্টি টিম সম্পাদক: আসিফ আদনান #আকাশের_ওপারে_আকাশ #LostModesty . . রেফারেন্স কমেন্টে.... রেফারেন্স: [১] সূরা আল-মু’মিনুন, ২৩: ১ ও ৫ [২] সূরা আলে-ইমরান, ৩:১৮৫ [৩] সূর আল-মু’মিনুন, ২৩:১১১ [৪] বুখারী, ৬৪৭৪ [৫]সূরা ইউসুফ, ১২:৯০
Show all...
40👍 7💯 1
Repost from ষোলো
দ্বিতীয় মুদ্রণে ৫০০/১০০০ কপি ছাপানো হতে পারে ইন শা আল্লাহ।
Show all...
44👍 4💯 2
মোহ বা ভালোবাসা অনেকটাই দুধের মাছির মতো। সুসময় থাকে। বিপদে আপদে পাশে থাকে না। তোমার চাইতে বেশি সুন্দরী, বেশি হট, বেশি টাকাওয়ালা, বেশি হ্যান্ডসাম কাউকে দেখলে আল্লাহ হাফেয বলতে সময় নিবে না। কৃতজ্ঞতা : Sanjida Mim . বই: আকাশের ওপারে আকাশ লেখক: লস্ট মডেস্টি প্রকাশক: Ilmhouse Publication . #আকাশের_ওপারে_আকাশ #LostModesty
Show all...
👍 43 15💯 12😢 2
আচ্ছা, এবার তোমাকে কিছু প্রশ্ন করি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম পশুকে পানি খেতে নিয়ে আসা তরুণীদের সাথে ফ্লার্ট করেননি। তিনি কি বোকামি করেছেন? ইউসুফ আলাইহিস সালাম জুলায়খার মতো সুন্দরী অভিজাত নারীর শত প্রলোভন সত্ত্বেও তার সাথে পরকীয়া করেননি, সুবর্ণ সুযোগ পাবার পরও নিজেকে সংযত রেখেছেন। এমনকি জুলায়খার প্রস্তাবে সাড়া দেবার চাইতে কারাগারে যাওয়াকে প্রাধান্য দিয়েছেন। তিনি কি বোকামি করেছেন? . কিফ্‌ল.... সেও কি বোকা ছিল? না হলে এভাবে সুযোগ পাবার পরেও কিছু না করে ফিরে আসে? সেক্যুলার রোল মডেল, বুদ্ধিজীবী, সুশীল আর আজকের ইয়ুথ আইকনদের কথা অনুসারে এ প্রশ্নগুলোর উত্তর একটাই হয় না– ‘হ্যাঁ, তারা সবাই বোকা ছিল।’ এমন চিন্তা থেকে আমরা মহান আল্লাহর কাছে আশ্রয় চাই। . এই মানুষগুলোর কাজের প্রশংসা করেছেন আল্লাহ সুব’হানাহু ওয়া তা’আলা। যুগ যুগ ধরে মানুষদের অনুপ্রাণিত করার জন্য, প্রেরণার বাতিঘর হিসেবে এই মানুষগুলোর গল্প তিনি মানুষের মধ্যে সংরক্ষিত রেখেছেন। যারা যিনা-ব্যভিচার থেকে নিজেদের মুক্ত রাখে, তাঁদের আল্লাহ সুব’হানাহু ওয়া তা’আলা অত্যন্ত ভালোবাসেন। তাঁদের দু হাত ভরে দান করেন। আল্লাহ সুব’হানাহু ওয়া তা’আলা বলেন, ‘যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হবার ভয় রাখে তার জন্য রয়েছে দুইটি জান্নাত।[১] এই আয়াতের তাফসীরে মুজাহিদ (রহ.) বলেছেন, ‘এই জান্নাত দুটি সেই ব্যক্তিকে প্রদান করা হবে যে গুনাহ করার সংকল্প করার পর আল্লাহর ভয়ে গুনাহ হতে বিরত থেকেছে।[২] . পঞ্চাশ হাজার বছর ধরে বিচার চলবে হাশরের ময়দানে। সূর্য থাকবে মানুষের একদম কাছে। মাথার আড়াই হাত উপরে। সূর্য আজ আমাদের থেকে কতো কোটি কিলোমিটার দূরে, তারপরও তার তাপে আমরা অতিষ্ঠ হয়ে যাই। হাশরের সেই ভয়ঙ্কর দিনের কথা চিন্তা করো। সেদিন কী দুরবস্থায় পড়তে হবে মানুষদের! ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাবে, ছায়া মিলবে না। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেইদিন। সেই আরশের ছায়ায় আল্লাহ সুব’হানাহু ওয়া তা’আলা দয়া করে যাদের আশ্রয় দিবেন তাদের মধ্যে এক শ্রেণি হলো সেই যুবকরা যাদের যৌবন কেটেছে আল্লাহর ইবাদাতে, আরেকটি শ্রেণি হলো সেই পুরুষ যে পরমাসুন্দরী অভিজাত মহিলার যিনার আহ্বান ফিরিয়ে দিয়ে বলে, ‘আমি আল্লাহকে ভয় করি।[৩] রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো নারীর সাথে নিষিদ্ধ সুযোগ পাওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে তাকে ছেড়ে দেয় আল্লাহ তাকে মহা ভয়ঙ্কর দিনে নিরাপত্তা দান করবেন, তাঁকে জাহান্নামের জন্য হারাম করে দেবেন এবং তাঁকে জান্নাতে দাখিল করবেন।‘ রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেছেন, ‘হে কুরাইশ বংশের যুবকেরা, তোমরা তোমাদের লজ্জাস্থান সংরক্ষণ করো। ব্যভিচার করো না। যে তার প্রবৃত্তির তাড়নাকে নিয়ন্ত্রণ রাখবে, তার জন্য রয়েছে জান্নাত।[৪] . চলবে ইনশা আল্লাহ্… প্রবন্ধ: হারিয়ে পাওয়া [অষ্টম পর্ব] বই: আকাশের ওপারে আকাশ লেখক: লস্ট মডেস্টি টিম সম্পাদক: আসিফ আদনান #আকাশের_ওপারে_আকাশ #LostModesty . . রেফারেন্স কমেন্টে.... রেফারেন্স: [১] সূরা রহমান, ৫৫:৪৬ [২] তাফসীর তাবারী- উক্ত আয়াতের তাফসীর দ্রষ্টব্য। (২৩/৫৬) [৩] বুখারী:৬৬০, ১৪২৩, ৬৪৭৯, ৬৮০৬, মুসলিম: ১০৩১ (ইফা. ২২৫২) Those whom Allaah will shade with His shade, Islamqa-  tinyurl.com/3kx42xn2 [৪]মুসতাদরাক আল-হাকেম: ৮০৬২, শুআবুল ঈমান: ৪৯৮৪। বুসীরী, হাইসামী, আলবানী প্রমুখ হাদিসটিকে সহীহ বলেছেন (মাজমাউয যাওয়াইদ: ৭৩১২, ইতহাফুল খিয়ারাহ: ৩০৬৬, ৪/৬, সহীহাহ: ২৬৯৬)
Show all...
40🔥 7👍 5
কৃতজ্ঞতা : Sabeeha Nibras . বই: আকাশের ওপারে আকাশ লেখক: লস্ট মডেস্টি প্রকাশক: Ilmhouse Publication . #আকাশের_ওপারে_আকাশ #LostModesty
Show all...
46😢 21👍 7💯 2💔 1
অনেক আগে ইহুদী সম্প্রদায়ের মধ্যে কিফ্‌ল নামের এক লোক ছিল। [১] এলাকায় নতুন কেউ আসলে স্থানীয়রা কিফ্‌লের পরিচয় দিতো এক শব্দে- প্লেবয়! একদিন একজন নারী আসে তার কাছে। কিফ্‌ল এই সেই বলে ষাট দিনারের বিনিময়ে তার সাথে যিনা করার সুযোগ পায়। অগ্রিম টাকাও দিয়ে দেয়। যিনার চূড়ান্ত মুহূর্তে প্রবেশের আগে মহিলাটি হঠাৎ কেঁদে উঠে। প্রচণ্ড অবাক হয়ে যায় কিফ্‌ল। সেই সাথে কৌতূহল। কী হলো? তোমাকে তো আমি টাকা দিয়েছিই। কোনো জোর জবরদস্তি করে কিছু করছি না। তুমিই তো রাজি হয়েছিলে! এভাবে কাঁদছো কেন? কৌতূহলী কিফ্‌ল প্রশ্ন করে। না, তা না...আসলে এটা একটা পাপ কাজ। আমি আগে কখনোই করিনি। আজ নিরুপায় হয়ে এসেছি- কাঁদো কাঁদো গলায় জবাব দেয় মেয়েটি। জবাব শুনে কী যেন হয়ে গেল কিফ্‌লের। ঐ মেয়ের কাছ থেকে সরে আসলো। কিছুক্ষণ থম মেরে থেকে বললো, ‘ঠিক আছে। তুমি চলে যাও। এই দিনারগুলোও নিয়ে যাও। তোমাকে দিয়ে দিলাম।’ অবাক মহিলা, দিনার নিয়ে চলে গেল। কিফ্‌ল আল্লাহর নামে শপথ করলো– আল্লাহর কসম! কিফ্‌ল আর কখনো আল্লাহর অবাধ্যতা করবে না। সে রাতেই মারা গেল কিফ্‌ল। সকাল হতেই দেখা গেল তার দরজায় লেখা আছে- অবশ্যই আল্লাহ কিফ্‌লকে মাফ করে দিয়েছেন। চলবে ইনশা আল্লাহ্… প্রবন্ধ: হারিয়ে পাওয়া [সপ্তম পর্ব] বই: আকাশের ওপারে আকাশ লেখক: লস্ট মডেস্টি টিম সম্পাদক: আসিফ আদনান #আকাশের_ওপারে_আকাশ #LostModesty . . রেফারেন্স কমেন্টে.... রেফারেন্স: [১] ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি এ হাদীস রাসূলুল্লাহ (ﷺ) এর কাছ থেকে  সাতবারের বেশি শুনেছি। তিরমিযী: ২৪৯৬, মুসনাদ আহমাদ: ৪৭৪৭। তবে বর্ণনাটির বিশুদ্ধতা নিয়ে মতবিরোধ আছে। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন। ইমাম ইবনু কাসীর বলেছেন, ‘অতি গারীব (বিরল) একটি হাদিস। এর সনদের ব্যাপারে আপত্তি আছে’ (আল-বিদায়া ওয়ান নিহায়া ১/২২৬)। আলবানী হাদিসটিকে দুর্বল বলেছেন (যয়ীফাহ: ৪০৮৩)।
Show all...
37👍 7😢 1
একটু কষ্ট সহ্য কর! অন্তরে গেঁথে নাও একটি কথা-জান্নাতের প্রথম মূহুর্তেই তুমি ভুলে যাবে সব দুঃখ কষ্ট। বইঃ আকাশের ওপারে আকাশ কৃতজ্ঞতা : Amatullah Tuhfa . বই: আকাশের ওপারে আকাশ লেখক: লস্ট মডেস্টি প্রকাশক: Ilmhouse Publication . #আকাশের_ওপারে_আকাশ #LostModesty
Show all...
73👍 7🔥 1