cookie

Sizning foydalanuvchi tajribangizni yaxshilash uchun cookie-lardan foydalanamiz. Barchasini qabul qiling», bosing, cookie-lardan foydalanilishiga rozilik bildirishingiz talab qilinadi.

avatar

Contact Dawahilallah Foram

অনলাইনে মুজাহিদ ভাইদের সাথে যোগাযোগ: ই-মেইলে যোগাযোগের মাধ্যম Contact:@alfirdaws.org দাওয়াহ ইলাল্লাহ ফোরাম : ‘একক মাশওয়ারাহ’ ক্যাটাগরিতে পোস্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন https://dawahilallah.com/forumdisplay.php?110-Mashuara-with-Moderators

Ko'proq ko'rsatish
Mamlakat belgilanmaganTil belgilanmaganToif belgilanmagan
Reklama postlari
292
Obunachilar
Ma'lumot yo'q24 soatlar
Ma'lumot yo'q7 kunlar
Ma'lumot yo'q30 kunlar

Ma'lumot yuklanmoqda...

Obunachilar o'sish tezligi

Ma'lumot yuklanmoqda...

#SN_15 প্রশ্নঃ স্মার্ট ফোন বা ডিজিটাল ক্যামেরা দ্বারা ছবি তুলা এবং ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া কি বিপদজনক? উত্তরঃ আমাদের এটি অবশ্যই মনে রাখতে হবে যে, আমাদের তুলা ছবিগুলো কিন্তু তার ভিতরের গোপনীয় তথ্য ও কোয়ালটির ডাটাকে সংরক্ষন করে রাখে। সেগুলো Exif Data নামে পরিচিত। উদাহরণস্বরূপ JPEG অথবা TIFF পিকচার এবং যেগুলো স্মার্ট ফোন বা ডিজিটাল ক্যামেরাগুলির মাধ্যমে তৈরি করা হয়, যেখানে অনেক তথ্য থাকে এবং সেই তথ্যগুলির মধ্যে রয়েছেঃ (1) তারিখ ও ছবি তোলার সময়। (2) ছবির (GPS) ভৌগোলিক অবস্থানের স্থানাঙ্ক। (3) ক্যামেরা প্রকার, অ্যাপারচার, এবং ফোকাল দৈর্ঘ্য। (4) অপারেটিং সিস্টেম, ফোন মডেল নম্বর এবং প্রস্তুতকারক। আর একটা ভুল কাজ হচ্ছে, কতক ব্যবহারকারী ছবিগুলোতে কিছু Edit করে থাকে, যেমন ছবি কাটা এবং সেগুলোকে ইন্টারনেটে আপলোড করে। কিন্তু ছবি কাটা মূল ডাটাকে পরিবর্তন করে না বা সেটাকে ডিলিট করে না। তাই ছবির তথ্যকে পরিবর্তনের সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিব। যেমনঃ Mat, Exif Tool, Fxiv2 ইত্যাদি। নোটঃ স্ক্রীনশট GPS অবস্থানের তথ্য সংরক্ষন করে না। কিন্তু তারিখ, ও ছবি তোলার সময়, এবং ডিভাইস মডেল নম্বর অবশ্যই সেভ করে নেয়। তাই এগুলো বিষয়ে আমাদের সচেতন হওয়া একান্ত জরুরী। —------------------— দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ চ্যানেল লিংক @safernet টিম মেসেজ বুট @safernetbot
Hammasini ko'rsatish...
#Do_not_track আমরা যখন সাধারণ ব্রাউজার দিয়ে ভিবিন্ন সাইটে প্রবেশ করি তখন প্রত্যেকটা সাইট অনেক পারমিশন চায়। যেমনটা মোবাইলের এপ্লিকেশনগুলো চেয়ে থাকে। এর মধ্যে একটা হচ্ছে লোকেশন ট্র‍্যাক করার পারমিশন। যা আমদের প্রত্যেকটা ব্রাউজার থেকে বন্ধ করে দেয়া আবশ্যক।
Hammasini ko'rsatish...
#SN_14 ওয়েব সিকিউরিটি সার্টিফিকেট যেকোন ওয়েব সাইট ঢুকেন, আপনি হয়তো http অথবা https ব্যবহার করছেন। এই দুইয়ের মাঝে শুধু সিকিউরিটি সার্টিফিকেটের পার্থক্য। সিকিউরিটি সার্টিফিকেট এর অর্থ হচ্ছে তাদের সাথে আপনার কানেকশন নিরাপদ অর্থাৎ যেই ইউজার নেম ও পার্সওয়াড ব্যবহার করবেন তা গোপন থাকবে। মধ্যবর্তি ইন্টারনেট প্রোভাইডার এগুলো ট্রেস করতে পারে না। তাই বিশেষ ভাবে খেয়াল রাখবেন, আপনি যে ওয়েবসাইটে ইউজার নেম ও পার্সওয়ার্ড ব্যবহার করছেন সেটা নিরাপদ কিনা? এটার দেখার পদ্বতিটি হচ্ছে, আপনি যে কোন ব্রাউযারে ওয়েবসাইট খুলে লিংক ঘরের একেবারে বামে ক্লিক করবেন, যেটা ছবিতে দেখানো হয়েছে। তখন সেখানে দেখতে পাবেন কানেকশন নিরাপদ কি না। আর যে সমস্ত সাইট এটা চায় না তাদের কানেকশন সিকিউর হয় না, আর এই ক্ষেত্রে প্রয়োজন ও হয় না। যেমন দ্বিতীয় ছবিতে বিবিসি উর্দু ওয়েবসাইট যাতে সিকিউর নয়। এবং সিকিউরিটি চাওয়াও হয় না। নোটঃ অধিকাংশ ফিশিং সাইট সিকিউরিটি কানেকশন ঠিক থাকে না। তাই খেয়াল রাখবেন ফেইসবুক বা টুইটার ইত্যাদি যখন কোথাও ওপেন করবেন তখন অবশ্যই দেখে নিবেন কানেকশন নিরাপদ কিনা । অনেক সময় ফিশিং সাইটের লিংক এমন ভাবে বানানো হয় যে বুঝাই যায় না যে সেটা নকল। তাই এই পদ্ধতিতে চেক করে নিবেন। —------------------— দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ চ্যানেল লিংক @safernet টিম মেসেজ বুট @safernetbot
Hammasini ko'rsatish...
Slingshot হচ্ছে এমন কিছু ইলেকট্রনিক আক্রমন যা গোয়েন্দা বাহিনী ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ট্রেস করার জন্যে ব্যবহার করে থাকে। Kaspersky দাবী করেছে যে, তারা এমন ১০০ বেশি ব্যক্তিকে পেয়েছেন যাদেরকে পূরা বিশ্বের ভিবিন্ন স্থানে যেমন তুরষ্ক, ইয়ামান, লিবিয়া, আফগানিস্তান, জর্ডান, ইরাক, সুমালিয়াতে এই Slingshot এর মাধ্যমে টার্গেট করা হয়েছে। এই হামলা তারা গত ৬ বছর ধরে চালিয়ে আসছে, যার মাধ্যমে আমেরিকান গোয়েন্দা বাহিনী মুজাহিদদেরকে তাদের ব্যবহৃত ইন্টারনেট ডিভাইসে ভাইরাসে ও ট্র্যাকিংএর ভিবিন্ন প্রোগ্রামের মাধ্যমে ট্রেস করে থাকে। 📎 https://www.securityweek.com/slingshot-us-government-operation-targeting-terrorists-report
Hammasini ko'rsatish...
'Slingshot' Campaign Outed by Kaspersky is U.S. Operation Targeting Terrorists: Report | SecurityWeek.Com

Slingshot, the cyber espionage campaign recently exposed by Kaspersky, is a US government operation targeting terrorists, according to a report

শর্ট লিংক যাচাইয়ের পদ্ধতি ১/ virustotal.com এই সাইটে প্রবেশ করুন। * খালী ঘরে URL পেস্ট করুন। * Scan ক্লিক করুন। যদি প্রত্যেকটা ঘরে সবুজ হয় অর্থাৎ 67/0 হয় তাহলে নিরাপদ। আর যদি একটাতেও লাল চিহ্ন থাকে তো নিরাপদ নয়। ২/ unfurlr.com সাইটে প্রবেশ করুন। * লিংক পেষ্ট করে Check it ক্লিক করুন। এখন আপনাকে মূল লিংকটা ও কোন পিসি দিয়ে কোন জায়গা থেকে করা হয়েছে তাও দেখাবে। ৩/ getlinkinfo.com সাইটে প্রবেশ করুন। * লিংক পেষ্ট করে Get link info তে চাপ দিন। যদি সব safe আসে তো নিরাপদ।
Hammasini ko'rsatish...
#SN_10 #QA_1 প্রশ্নঃ অনেক চ্যানেল রয়েছে যারা বিনামূল্যে অজানা উৎস থেকে অ্যাপ্লিকেশন প্রদান করে পাশাপাশি কিছু ওয়েবসাইটও তা করে থাকে। অতএব এসমস্ত সফটওয়ারগুলো ব্যবহার করা নিরাপদ কি??? জবাবঃ মুজাহিদদের সাহায্যকারীদের মধ্যে নিরাপত্তা বিষয়ক প্রচলিত ভুলগুলোর মধ্য হতে একটি হল অজানা উৎস থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড অথবা প্রোগ্রাম ইনস্টলেশন করা। এর মাধ্যমে আশ্রয় প্রাপ্ত মুজাহিদদের নিরাপত্তা দুর্বল হয়ে পরে। কারণ আনসার ভাইদের অজানা উৎস থেকে প্রোগ্রাম ও অ্যাপ্লিকেশন ইনষ্টল করা মুজাহিদ ভাইদেরকে নজরদারী বা অবস্থান প্রকাশের ঝুকিপুর্ণতার দিকে নিক্ষেপ করে । বিশেষ করে মুজাহিদ সমর্থক সম্প্রদায়কে তাগুত শাসক ও বিশ্ব-গোয়েন্দাদের পক্ষ হতে টার্গেট করা হয় । তাই স্পষ্ট ভাবেই বলা যায়, যেই চ্যানেল ও ওয়েবসাইটগুলো অজানা ফাইল ও সফটওয়ার ছড়িয়ে দেয় সেগুলো মুলত ছড়ানো হয় আনসার ও মুজাহিদীনদের নিরাপত্তাকে ভেঙ্গে দেওয়া জন্যে। সুতরাং আপনি সফটওয়ার Yalp store অথবা F-droid এর মত নির্ভরযোগ্য স্থান থেকে ডাউনলোড করুন। সেই সাথে ফাইল খুলার আগে তার হ্যাশ কোড ও এপ ইন্সটলের আগের ভাল করে চেক করে নিন। —------------------— দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ চ্যানেল লিংক @safernet টিম মেসেজ বুট @safernetbot
Hammasini ko'rsatish...
#SN_9 এড বা বিজ্ঞাপনে ভাইরাসের ব্যাপারে জরুরি তথ্য ও বাচার উপায় প্রত্যেক ওয়েব সাইটেই বিজ্ঞাপন দেখতে পাবেন। যার মাধ্যমে তারা টাকা ইনকাম করে। কিন্তু আজকাল অনেক বিজ্ঞাপনের মধ্যে ম্যালাওয়ার ও ভাইরাস এড করা হয়। যার মাধ্যমে আপনি যখন বিজ্ঞাপনে ক্লিক করে তাদের সাইটে যাবেন তখন আপনার মোবাইল ও পিসিতে ম্যালাওয়ার, ট্রোজান বা ট্রেকার ইনস্টল হয়ে যাবে। যার ফলে সে আপনার তথ্য ও ডাটা চুরি করতে পারবে ও ব্রাউজারকে হ্যাক করে ফেলবে। সম্ভবত আপনি শুরু থেকেই এর স্বীকার। যেমনঃ আপনার কখনো ব্রাউজারের সার্চ ইন্জিন নিজে নিজেই পরিবর্তন হয়ে যাবে, অথবা ব্রাউজার খুলার সাথে সাথেই বিজ্ঞাপন আসা শুরু হলো। এই ধরনের বিভিন্ন মাধ্যমে আপনার ব্রাউজার হ্যাকিং হতে দেখবেন। সবই ভাইরাস সম্বলিত এডের কারনে হয়। গুগল কম্পানি শুধু ২০১৭ সালেই ১.৭ বিলিয়ন অথাৎ একশ সত্তর কোটি এড ব্লক করেছে যাতে ভাইরাস ও ম্যালাওয়ার ছিল। এটা হ্যাকারদের জন্যে আমাদের তথ্য হ্যাকিং এর সবচেয়ে সফল একটা মাধ্যম। কারন সব সাইটে টাকার বিনিময়ে এড প্রচার করে। অতপর তারা আমাদের তথ্য অন্যদের কাছে বিত্রুি করে থাকে। আজকাল ক্রিপ্টু মাইনিং এর জন্যেও এটা ব্যাবহার করা হয়। ক্রিপ্টু মাইনিং বুঝার জন্যে প্রথমে এটা জানুন যে, এখন ইন্টারনেটের টাকা তৈরি করা হয়েছে। যেগুলোকে গোপন টাকা বলা হয়। এগুলো মধ্যে সবচেয়ে প্রশিদ্ধ হচ্ছে বিট কয়েন। এখানে যে কেউ ঘরে বসেই নিজের কম্পিউটার বা গ্রাফিক কার্ড দিয়ে ক্রিপ্টু কারেন্সি বানাতে পারে। যাকে মাইনিং বলে। আর এই কাজকে ক্রিপ্টু মাইনিং বলে। সুতরাং হ্যাকার আপনার পিসিকে তার আয়ত্বে নিয়ে ইন্টারনেটের টাকা আয়ের জন্য ব্যাবহার করে। সে সাধ্যের বেশি চাপ আপনার পিসির উপর প্রয়োগ করে এবং আয় করে। একই কাজ ইদানিং বিট টরেন্টের টরেন্সের মাধ্যমে করা হয়। ফায়দা ভোগ করে মূল ব্যাক্তিরা। এই এড বা বিগগাপনের হামলা অনেক ব্যপক তাই এটাকে হালকা নিবেন না এবং অবশ্যই ব্লক করবেন। ১. এড ব্লক করার জন্যে ব্রাউজারে এডনস ইনস্টল করে নিবেন। যেমন ফায়ার ফক্স ব্যবহার করবেন। সেখানের জন্যেঃ https://addons.mozilla.org/en-US/firefox/addon/ublock-origin/ এবং এটাও https://addons.mozilla.org/en-US/firefox/addon/noscript/ এই দুইটার মধ্যে ইউ ব্লক দিলে এড ব্লক হবে এবং নো স্ক্রিপ্ট দিয়ে স্ক্রিপ্ট ব্যবহারকৃত জিনিস ব্লক হবে। আর কেহ যদি গুগল ক্রোম ব্যবহার করেন তো এখান থেকে ইনস্টল করে নিন। https://chrome.google.com/webstore/detail/ublock-origin/cjpalhdlnbpafiamejdnhcphjbkeiagm?hl=en ইহার জন্যে নোস্ক্রিপ্টের কোন প্লাগিন নাই। সবচেয়ে ভাল হবে যদি ক্রোম ব্যবহার না করেন। ২. ইহা ব্যাতিত আপনি কোন ভাল এন্টিভাইরাস ব্যাবহার করবেন। যা এই ট্রেকার ও এড ব্লক করবে। ৩. এড ব্লকের আরেকটা সফল সিস্টেম হচ্ছে ইন্টারনেট রাউটারে এমন ভিপিএন ব্যাবহার করবেন যা এড ব্লক করবে। এই ব্যাপারে বিস্তারিত ইন্টারনেটে সার্চ করে নিতে পারেন। —------------------— দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ চ্যানেল লিংক @safernet টিম মেসেজ বুট @safernetbot
Hammasini ko'rsatish...
uBlock Origin – Get this Extension for 🦊 Firefox (en-US)

Download uBlock Origin for Firefox. Finally, an efficient wide-spectrum content blocker. Easy on CPU and memory.

#SN_7 ফাইল পাঠানোতে ভাইরাস চেক ___ পিকচার, অডিও, ভিডিও, ডকুমেন্ট ফাইল, সফটওয়্যার পাঠানোর ক্ষেত্রে ভাইরাস চেক করা সম্পর্কে দিকনির্দেশনা বর্তমান সময়ে যেহেতু হ্যাকিং অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং যেকোন ফাইল এর সাথে ছোট থেকে ছোট কোন ভাইরাস অথবা নজরদারি কোন সফটওয়্যার ব্যবহার করে কারো মোবাইল অথবা কম্পিউটার হ্যাক করা হয়। এমনকি ডাটাও হাতিয়ে নেয়া হয়। এটা থেকে বাচার জন্যে অত্যন্ত জরুরি যে, আপনি যেই ফাইলটি আপনার সাথিদেরকে পাঠাচ্ছেন সে ফাইলটির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা। যে উক্ত ফাইলের মধ্যে কোন প্রকার পরিবর্তন হয়েছে কি না? পরিবর্তন হওয়া বা না হওয়ার বিষয়টি চেক করার জন্যে উক্ত ফাইলের হ্যাশ কোড চেক করে নিশ্চিত হওয়া যে উক্ত ফাইলটি সেটিই যা আপনি আপনার সাথিদেরকে পাঠিয়েছেন , অথবা এবিষয়ে নিশ্চিত হওয়া যে উক্ত ফাইলটির মধ্যে কোন প্রকার পরিবর্তন সাধিত হয়েছে। এই ধরনের ক্ষতিকর ভাইরাসগুলো কোন পিডিএফ, ওয়ার্ড অথবা কোন সফটওয়্যারের সেটাপ ফাইলের সাথেও গোপন হয়ে চলে আসে। হ্যাশ কোড চেক করার সময় বিভিন্ন হ্যাশ কোড আসে। নিম্নের কয়েকটি প্রসিদ্ধ হ্যাশ কোড: SHA-1, S HA-256, MD5 এছাড়া নিম্নের গুলোও আসে: SHA-384, SHA-512, SHA-3 ইত্যাদি। এটার জন্য একটি সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে অতি সহজেই আপনি যে কোনো ফাইলের হ্যাশ কোড জানতে পারবেন। MD5 Sha1checksum utility সফটওয়্যার নিম্নের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন: https://raylin.wordpress.com/downloa...ecksum-utility http://download.cnet.com/MD5-SHA-Che...-10911445.html এই সফটওয়্যারটি ব্যবহার করা একদম সহজ। প্রথমে উক্ত সফটওয়্যারটি ডাউনলোড করে ওপেন করুন। যে কোনো ধরনের ফাইল তাতে ড্রাগ-ড্রপ করে প্রবেশ করিয়ে দিন অথবা ব্রাউজ করে ওপেন করুন। এতটুকু কাজ আপনি সম্পাদন করলেই উক্ত সফটওয়্যারটি ফাইলের সমস্ত হ্যাশ কোড আপনাকে দেখিয়ে দিবে। এখানে লক্ষনীয় বিষয় হলো ফাইলের নাম পরিবর্তন করার দারা তার হ্যাশ কোডের মধ্যে কোন প্রকার পরিবর্তন আসবেনা। ফাইলের হ্যাশ কোড শুধুমাত্র তার ভিতরে পরিবর্তন হওয়ার দ্বারা পরিবর্তন হবে চাই ফাইলের ভিতরে পরিবর্তন হওয়াটা সম্পাদনার মাধ্যমে হোক বা কম্পোজ করার মাধ্যমে হোক। এবং যখন আপনি সম্পাদনা বা অন্য কোনো কারনে ফাইলের মধ্যে অতি ছোট থেকে ছোট কোনো পরিবর্তন সাধন করবেন ঠিক তখনি হ্যাশ কোড পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এ বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে যে আপনি যে ফাইল বা সফটওয়্যার পাঠাচ্ছেন তা যেন অপর জনের নিকট কোনো প্রকার পরিবর্তন ছাড়াই পৌছে। এর জন্য আপনি কোন একটি হ্যাশ কোড সংরক্ষণ করে আপনার সাথিকে পাঠিয়ে দিন যেন সে আপনার নিকট উক্ত কোডের সত্যায়ন করে। যেমন আপনি SHA-256 কোড নিয়ে কাউকে পাঠালেন আর সে উক্ত কোডটি ঠিক আছে কি না তা চেক করলো , এর ব্যবহার পদ্ধতি আপনি শেষে দেয়ে ভিডিও লিংকে দেখতে পাবেন! (নোট) হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ইত্যাদি এপস্ এর মধ্যে যেহেতু অডিও,ভিডিও, এবং পিকচার সম্বলিত ফাইলগুলো নিজে নিজেই সংকুচিত হয় এই জন্য তার ঐ হ্যাশ কোডটি বহাল থাকেনা যা প্রেরণ কারীর নিকটে থাকে , এছাড়াও আপনি উইন্ডোজের মধ্যে CMD/did অর্থাৎ ডোজের মাধ্যমে ফাইলের হ্যাশ কোড জানতে পারবেন , কিন্তু সফটওয়্যার পদ্ধতিই বেটার। অনলাইনে ভিডিও দেখার লিংক, উর্দু https://archive.org/details/HashTagSabaq ভিডিও ডাউনলোড করার লিংক:- https://archive.org/download/HashTag..._Tag_Sabaq.mp4 —------------------— দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ চ্যানেল লিংক @safernet টিম মেসেজ বুট @safernetbot
Hammasini ko'rsatish...

#SN_8 নেট সিকিউরিটির ব্যপারে মৌলিক ধারনা - প্রথম অধ্যায় আমরা সিকিউরিটির ব্যপারে শুরু থেকে সব বিষয় গুলো আলোচনা করব। যাতে করে নিত্ব-নতুন যে বিষয়গুলো প্রতিনিয়ত আমাদের সামনে আসছে তার আলোকে সিকিউরিটির ব্যপারে অবগত করা যায়। এটা ধারাবাহিক ভাবে সময়ে সময়ে আপনাদের কে জানাব ইনশাআল্লাহ । আজ কিছু উপকারী বিষয় আপনাদের সামনে আলোচনা করব যেগুলো সিকিউরিটি এবং প্রাইভেসির প্রাথমিক ধারনা বলা যায়। বর্তমানে আমরিকার গোপন এজেন্সি "এন,এস,আই," ইন্টারনেটের মাধ্যমে সকল দেশের উপর বড় ধরনের নজরদারি করছে। আজ থেকে চার বছর পুর্বে 'এড ওয়ার্ড স্নোডেন' যে এন,এস,আইতে কন্ট্রাক্টর হিসেবে কাজ করত, সেখান থেকে সে তাদের সমস্ত গোপন তথ্য সংগ্রহ করেছিল। এবং তাদের নজরদারির কথা পুরো দুনিয়ার সামনে প্রকাশ করেছিল যে, কোন মাধ্যমে তারা নজরদারি করে যাচ্ছে। এই গোপন তথ্যে সে একটি প্রোগ্রামের নাম উল্লেখ করেছে যার নাম ছিল প্রিজম (prism)। এই প্রোগ্রামে আন্ডারে ৯টি বড় বড় কম্পানি তাদের ডাটা এন এস আই কে প্রদান করে থেকে। তাদের মধ্য থেকে এ সকল কম্পানি উল্লেখ যোগ্যঃ- ১/ মাইক্রোসফট ২/ গোগল ৩/ ফেসবুক ৪/ ইয়াহু ৫/ অ্যাপল ৬/ পালটাক ৭/ ইউটিউব ৮/ স্কাইপ ৯/ আই ও এল এই কম্পানি গুলো নিজেদের বিভিন্ন এপ ও সোর্সের মাধ্যমে নজরদারী করে যাচ্ছে। যেমন: গোগল সার্চ ইঞ্জিন, গোগল প্লে স্টোর, জিমেইল ইত্যাদি, কিছু কম্পানি তো একে অন্যের সাথে মিশে গেছে। এটা জেনে রাখুন যে গোগল, মাইক্রোসফট, অ্যাপেল এবং ফেসবুক এর মাঝে এক ধরনের যুদ্ধ চলছে। কে কার থেকে বেশি ব্যবহারকারীদের তথ্য নিতে পারে। এবং তারা তার বিভিন্ন পদ্ধতি ও বের করেছে। এবং এই সকল তথ্য, মেসেজ, মেইল ইত্যাদি এন,এস,আইকে প্রদান করে থাকে। বর্তমানে গোগল, ফেসবুক ব্যবহারকারীদের সব থেকে বেশি তথ্য গ্রহণ করে, এবং তার বিভিন্ন পদ্ধতিও আপনারা প্রতিনিয়ত পত্রপত্রিকায় দেখতে পারছেন। গুগল এবং ফেসবুকে লগইন করে যদি আপনি ব্রাউজের মাধ্যমে কিছু সার্চ করেন, তখন সে আপনার ব্যপারে এটা জানতে পারবে যে আপনি কি চাচ্ছেন আর এই ডাটা সে সংরক্ষিত রাখে। এমনিতে মেইল, মেসেজ দেখা ও সংরক্ষণ তো অবশ্যই করে। সাথে সাথে সে তার চেয়েও কয়েকগুন বেশি আমাদের নজরদারি করছে। যে যে ওয়েবসাইট খুলা হয়েছে, যদি ব্রাউজারের কুকিস এবং হিস্টরি সব সময় পরিস্কার না করে তাহলে তাদের কাছে এই তথ্য চলে যায়। এ থেকে বাচার জন্যে এই সব সার্ভিস ব্যবহার ছেড়ে দেয়া ছাড়া আর কোন উপায় নেই। আমরা এর বিকল্পগুলো ব্যবহার করতে পারি ইনশাআল্লাহ। এখন এখানে আরেকটি কথা যা অধিকাংশ সাথিরা জিজ্ঞাসা করে থাকে। যে এই দেশেও কি এগুলো ব্যবহার করার দ্বারা আমাদের মেইল এবং মেসেজ ট্র্যাক করা হয়? অর্থাৎ বাংলাদেশের এজেন্সি এটা ধরতে পারে? স্বরণ রাখবেন যে, সরকারের কাছে এমন কোন যন্ত্র নেই যার দ্বারা মেইল এবং মেসেজ ট্রাস করতে পারবে। কেননা জিমেইল হোক বা ফেসবুক মেসেঞ্জার, এখন উভয়টাই ইনক্রিপ্টেড ট্রান্সমিটার ব্যবহার করে থাকে। অর্থাৎ মাঝখান থেকে কোন হ্যকার বা এজেন্সি ট্র্যাক করতে পারেনা। কিন্তু এখানে এই কথা অবশ্যই খেয়াল রাখবেন যে, গোগল এবং ফেসবুক প্রত্যেক দেশের ত্বাগুতী সরকারকে পুর্ণ সহযোগীতা করে। এবং এটা তাদের প্রাইভেসী নিয়মনীতির অংশ যে তারা এই ডাটা প্রশাসন চাওয়ার সাথে সাথে তাদের সাথে শেয়ার করে থাকে। এটা আপনার উপর নির্ভর করে যে আপনি সরকারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। প্রতি বছর ফেসবুক এবং গোগল মিনিমাম এক হাজার ব্যবহারকারীর ডাটা সরকারের কাছে হস্তান্তর করে থাকে। এখন আপনি দেখুন যে আপনি নেটের জগতে কতটুকু গুরুত্বপূর্ন। আপনি কি সেই ১ হাজার বা দেড় হাজারের রেঞ্জের ভিতরে পরবেন? সতর্কতা এর ভিতরেই যে যোগাযোগ এর জন্য ফেসবুক ও জিমেইল একদম ব্যবহার না করা। —------------------— দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ চ্যানেল লিংক @safernet টিম মেসেজ বুট @safernetbot
Hammasini ko'rsatish...
#SN_7 ফাইল পাঠানোতে ভাইরাস চেক ___ পিকচার, অডিও, ভিডিও, ডকুমেন্ট ফাইল, সফটওয়্যার পাঠানোর ক্ষেত্রে ভাইরাস চেক করা সম্পর্কে দিকনির্দেশনা বর্তমান সময়ে যেহেতু হ্যাকিং অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে এবং যেকোন ফাইল এর সাথে ছোট থেকে ছোট কোন ভাইরাস অথবা নজরদারি কোন সফটওয়্যার ব্যবহার করে কারো মোবাইল অথবা কম্পিউটার হ্যাক করা হয়। এমনকি ডাটাও হাতিয়ে নেয়া হয়। এটা থেকে বাচার জন্যে অত্যন্ত জরুরি যে, আপনি যেই ফাইলটি আপনার সাথিদেরকে পাঠাচ্ছেন সে ফাইলটির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা। যে উক্ত ফাইলের মধ্যে কোন প্রকার পরিবর্তন হয়েছে কি না? পরিবর্তন হওয়া বা না হওয়ার বিষয়টি চেক করার জন্যে উক্ত ফাইলের হ্যাশ কোড চেক করে নিশ্চিত হওয়া যে উক্ত ফাইলটি সেটিই যা আপনি আপনার সাথিদেরকে পাঠিয়েছেন , অথবা এবিষয়ে নিশ্চিত হওয়া যে উক্ত ফাইলটির মধ্যে কোন প্রকার পরিবর্তন সাধিত হয়েছে। এই ধরনের ক্ষতিকর ভাইরাসগুলো কোন পিডিএফ, ওয়ার্ড অথবা কোন সফটওয়্যারের সেটাপ ফাইলের সাথেও গোপন হয়ে চলে আসে। হ্যাশ কোড চেক করার সময় বিভিন্ন হ্যাশ কোড আসে। নিম্নের কয়েকটি প্রসিদ্ধ হ্যাশ কোড: SHA-1, S HA-256, MD5 এছাড়া নিম্নের গুলোও আসে: SHA-384, SHA-512, SHA-3 ইত্যাদি। এটার জন্য একটি সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে অতি সহজেই আপনি যে কোনো ফাইলের হ্যাশ কোড জানতে পারবেন। MD5 Sha1checksum utility সফটওয়্যার নিম্নের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন: https://raylin.wordpress.com/downloa...ecksum-utility http://download.cnet.com/MD5-SHA-Che...-10911445.html এই সফটওয়্যারটি ব্যবহার করা একদম সহজ। প্রথমে উক্ত সফটওয়্যারটি ডাউনলোড করে ওপেন করুন। যে কোনো ধরনের ফাইল তাতে ড্রাগ-ড্রপ করে প্রবেশ করিয়ে দিন অথবা ব্রাউজ করে ওপেন করুন। এতটুকু কাজ আপনি সম্পাদন করলেই উক্ত সফটওয়্যারটি ফাইলের সমস্ত হ্যাশ কোড আপনাকে দেখিয়ে দিবে। এখানে লক্ষনীয় বিষয় হলো ফাইলের নাম পরিবর্তন করার দারা তার হ্যাশ কোডের মধ্যে কোন প্রকার পরিবর্তন আসবেনা। ফাইলের হ্যাশ কোড শুধুমাত্র তার ভিতরে পরিবর্তন হওয়ার দ্বারা পরিবর্তন হবে চাই ফাইলের ভিতরে পরিবর্তন হওয়াটা সম্পাদনার মাধ্যমে হোক বা কম্পোজ করার মাধ্যমে হোক। এবং যখন আপনি সম্পাদনা বা অন্য কোনো কারনে ফাইলের মধ্যে অতি ছোট থেকে ছোট কোনো পরিবর্তন সাধন করবেন ঠিক তখনি হ্যাশ কোড পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এ বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে যে আপনি যে ফাইল বা সফটওয়্যার পাঠাচ্ছেন তা যেন অপর জনের নিকট কোনো প্রকার পরিবর্তন ছাড়াই পৌছে। এর জন্য আপনি কোন একটি হ্যাশ কোড সংরক্ষণ করে আপনার সাথিকে পাঠিয়ে দিন যেন সে আপনার নিকট উক্ত কোডের সত্যায়ন করে। যেমন আপনি SHA-256 কোড নিয়ে কাউকে পাঠালেন আর সে উক্ত কোডটি ঠিক আছে কি না তা চেক করলো , এর ব্যবহার পদ্ধতি আপনি শেষে দেয়ে ভিডিও লিংকে দেখতে পাবেন! (নোট) হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ইত্যাদি এপস্ এর মধ্যে যেহেতু অডিও,ভিডিও, এবং পিকচার সম্বলিত ফাইলগুলো নিজে নিজেই সংকুচিত হয় এই জন্য তার ঐ হ্যাশ কোডটি বহাল থাকেনা যা প্রেরণ কারীর নিকটে থাকে , এছাড়াও আপনি উইন্ডোজের মধ্যে CMD/did অর্থাৎ ডোজের মাধ্যমে ফাইলের হ্যাশ কোড জানতে পারবেন , কিন্তু সফটওয়্যার পদ্ধতিই বেটার। অনলাইনে ভিডিও দেখার লিংক, উর্দু https://archive.org/details/HashTagSabaq ভিডিও ডাউনলোড করার লিংক:- https://archive.org/download/HashTag..._Tag_Sabaq.mp4 —------------------— দোয়ার মধ্যে শরীক রাখার অনুরোধ চ্যানেল লিংক @safernet টিম মেসেজ বুট @safernetbot
Hammasini ko'rsatish...

Boshqa reja tanlang

Joriy rejangiz faqat 5 ta kanal uchun analitika imkoniyatini beradi. Ko'proq olish uchun, iltimos, boshqa reja tanlang.