cookie

ما از کوکی‌ها برای بهبود تجربه مرور شما استفاده می‌کنیم. با کلیک کردن بر روی «پذیرش همه»، شما با استفاده از کوکی‌ها موافقت می‌کنید.

avatar

হৃদয়ের বসন্ত

نمایش بیشتر
پست‌های تبلیغاتی
1 339
مشترکین
-224 ساعت
+97 روز
+1830 روز

در حال بارگیری داده...

معدل نمو المشتركين

در حال بارگیری داده...

ঘুমানোর সময়, কোথাও বসলে আমরা মোবাইল নিয়ে এতটাই বুঁদ হয়ে থাকি যে একটু তসবিহ, তাহলিল ইত্যাদি পড়ার কথা মনেই পড়ে না। এমন যদি হয় তাহলে আমাদের জন্য থাকবে লাঞ্ছনা এবং ওই সময়গুলোর জন্য আফসোস করতে হবে। রসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোনো স্থানে বসলো অথচ আল্লাহকে স্মরণ করলো না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে আফসোস। আর যে ব্যক্তি কোথাও শয়ন করার পর আল্লাহর নাম নিলো না তার জন্যও আল্লাহর পক্ষ থেকে আফসোস। বর্ণনাকারী- আবূ হুরাইরাহ (রাঃ) সুনান আবূ দাউদ অধ্যায়ঃ ৩৬/ শিষ্টাচার (كتاب الأدب) হাদিস নম্বরঃ ৪৮৫৬ হাদিসের মানঃ হাসান সহীহ
نمایش همه...
😭 6🔥 1
আমলকে নিয়মিত করার গুরুত্ব কত! সুবহানাল্লাহ! রসুলুল্লাহ (ﷺ)বলেছেন, "দিনের এমন আমল নেই যার ওপর মোহর এঁটে দেয়া হয় না, বান্দা যখন অসুস্থ হয় ফেরেশতারা বলে: হে আমাদের রব, আপনার অমুক বান্দাকে আপনি অসুস্থ করে দিয়েছেন, আল্লাহ তা‘আলা বলেন: তার জন্য তার অনুরূপ আমল লিখতে থাক, যতক্ষণ না সে ভাল হয় অথবা মারা যায়”। [আহমদ, হাদিসে কুদসী- ১৪৬; সহিহ] আয়িশাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তা'আলার কাছে সবচেয়ে প্রিয় ‘আমল হচ্ছে যা কোন বান্দা অব্যাহতভাবে করে থাকে- যদিও তা পরিমাণে কম হয়। [সহী মুসলিম: ২৬১৩]
نمایش همه...
14🔥 2🥰 1
এক সন্ধ্যা বা সকালের কিছু সময়ের মতো ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমাদের পেরেশান কত! এইটুকু অর্জনের জন্য জীবনের পুরোটাই শেষ করে দিচ্ছি! كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا যেদিন তারা তা (কিয়ামত) দেখবে, সেদিন তাদের মনে হবে, যেন তারা (দুনিয়ায়) এক সন্ধ্যা বা এক সকালের বেশী অবস্থান করেনি। [An-Nazi'at 79:46]
نمایش همه...
😭 5
জুমার দিনের শেষ সময় এসে পৌঁছেছি। এটা দুআ কবুলের সময়। তাই বেশি করে রবের প্রশংসা, রসুলুল্লাহ (ﷺ) এর উপর দরুদ পড়ে দুআ করুন। আল্লাহ আপনাদের সব দুআগুলো কবুল করে নিক।
نمایش همه...
🥰 1
আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, مَنْ أَحَبَّ الْقُرْآنَ فَلْيُبْشِرْ যে ব্যক্তি কুরআনকে ভালবাসে সে যেন আনন্দিত হয় [সুনানে আদ-দারেমী- ৩৩৬৩; সহীহ]
نمایش همه...
8🥰 1
ইভটিজিংয়ের দায়ে পুলিশের চাকরি হারানো এবং দীর্ঘদিন জেলে সাজা ভোগ করা ব্যক্তি হঠাৎ করে ধর্মগুরু বনে যাওয়া। সে লোকের পায়ের ধুলো নিতে গিয়ে পদদলিত হয়ে ১২০ জনের বেশি মারা গেছে ভারতে! অবাক হচ্ছেন? স্বাভাবিকভাবে একজন মুমিনের মনে প্রশ্ন আসতে পারে, একজন মানুষের পায়ের ধুলো নিয়ে বরকত লাভ করবে, এমন ধারণা মানুষ কিভাবে করতে পারে? কিভাবে বিশ্বাস করতে পারে সে সরাসরি ঈশ্বরের সাথে কথা বলছে? এই প্রশ্নটার উত্তর হলো- وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِۖ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ ءَاذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَآۚ أُو۟لَٰٓئِكَ كَٱلْأَنْعَٰمِ بَلْ هُمْ أَضَلُّۚ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْغَٰفِلُونَ আর অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষকে। তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বুঝে না; তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শুনে না। তারা চতুষ্পদ জন্তুর মত; বরং তারা অধিক পথভ্রষ্ট। তারাই হচ্ছে গাফেল। [সূরা আল আ'রাফ 7:179] أَمْ تَحْسَبُ أَنَّ أَكْثَرَهُمْ يَسْمَعُونَ أَوْ يَعْقِلُونَۚ إِنْ هُمْ إِلَّا كَٱلْأَنْعَٰمِۖ بَلْ هُمْ أَضَلُّ سَبِيلًا তুমি কি মনে কর যে, তাদের অধিকাংশ লোক শোনে অথবা বুঝে? তারা কেবল পশুদের মতো; বরং তারা আরো অধিক পথভ্রষ্ট। [সূরা ফুরক্বন 25:44] শির্ক মানুষের চেতনাকে পশুর চেয়েও নিচে নামিয়ে দেয়। শির্কে লিপ্ত ব্যক্তি হিতাহিত জ্ঞানশূন্য। মহান আল্লাহ বলেন, وَٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا صُمٌّ وَبُكْمٌ فِى ٱلظُّلُمَٰتِۗ مَن يَشَإِ ٱللَّهُ يُضْلِلْهُ وَمَن يَشَأْ يَجْعَلْهُ عَلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারা বোবা ও বধির, অন্ধকারে রয়েছে। আল্লাহ যাকে চান, তাকে পথভ্রষ্ট করেন এবং যাকে চান তাকে সরল পথে অটল রাখেন। [সূরা আনআ'ম 6:39]
نمایش همه...
📖 কুরআনকে শক্ত করে আঁকড়ে ধরুন! আপনি যদি কুরআনের কাছে আসেন, তাহলে অন্য কিছু দেখে মূল্যবান মুহূর্তগুলোকে নষ্ট করবেন না। আমাদের চারপাশে থাকা জীবনের সব কোলাহল, হৈচৈ আর কথাবার্তা আমাদের কবরের প্রথম রাতেই থেমে যাবে। শুধু থেকে যাবে কুরআনের আলো, আমাদের একাকীত্বে সঙ্গী হিসেবে। 💚
نمایش همه...
4🥰 1
📖 কুরআনকে শক্ত করে আঁকড়ে ধরুন! আপনি যদি কুরআনের কাছে আসেন, তাহলে অন্য কিছু দেখে মূল্যবান মুহূর্তগুলোকে নষ্ট করবেন না। আমাদের চারপাশে থাকা জীবনের সব কোলাহল, হৈচৈ আর কথাবার্তা আমাদের কবরের প্রথম রাতেই থেমে যাবে। শুধু থেকে যাবে কুরআনের আলো, আমাদের একাকীত্বে সঙ্গী হিসেবে। 💚
نمایش همه...
hifdhstatus

Podcast Episodes

https://youtu.be/0iSVSB41gVY

রসুলুল্লাহ (ﷺ)বলেছেন, "কুরআন এবং আহলে কুরআন যারা দুনিয়ায় তা অনুসারে আমল করেছেন সেই কুরআন পন্থীগণ (কিয়ামতের দিন) আসবে এমন অবস্থায় যে তাদের আগে আগে থাকবে সূরা বাক্বরাহ ও আলে ইমরান । এ দু’টো আসবে দুটো ছায়ার মত; উভয়ের মাঝে থাকবে আলোর ঝলকানি বা দু’টো কৃঞ্চবর্ণের মেঘের মত বা ডানা ছড়ানো পাখির ছায়ার মত। এরা উভয়েই তাদের ধারকদের পক্ষে (আল্লাহর দরবারে) বিতর্ক করবে। [সহীহ, মুসলিম ২/১৯৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৮৮৩ [আল মাদানী প্রকাশনী]
نمایش همه...
🥰 4
ঢাকায় হসপিটালের আশেপাশে রক্তদাতা থাকলে উক্ত নম্বরে যোগাযোগ করবেন এবং এটিপরিচিতদের কাছে শেয়ার করবেন। 🔴 আর্জেন্ট A positive রক্ত দরকার। 💁রোগীর সমস্যা:- হার্টে ব্লক,ওপেন হার্ট সার্জারি হবে। 🔴রক্তের গ্রুপ:- A+ 💉রক্তের পরিমাণ- ৩ ব্যাগ 📆রক্তদানের তারিখ:- ৪.০৭.২০২৪ইং এর মধ্যে। 🏥রক্তদানের স্থান:- আজগর আলী হসপিটাল,গেন্ডারিয়া,ঢাকা। ☎যোগাযোগ:- 01923-158186
نمایش همه...
یک طرح متفاوت انتخاب کنید

طرح فعلی شما تنها برای 5 کانال تجزیه و تحلیل را مجاز می کند. برای بیشتر، لطفا یک طرح دیگر انتخاب کنید.