cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

Masud Rana Sagor

Masud Rana is a Bangladeshi Author & Social activists

Mostrar más
Publicaciones publicitarias
1 593
Suscriptores
-124 horas
+37 días
+1030 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

আত্মার মহা প্রশান্তি এই গভীর রাতেই রাখা হয়েছে। খোদার প্রেমে জেগে থাকা প্রতিটি হৃদয় এ কথার সাক্ষী- মাসুদ রানা সাগর। https://www.instagram.com/p/C8-TNN9yN3r/?igsh=b2J6NWZzODZlY2xo
Mostrar todo...

"এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়" এখন যৌবন যার, বিশ্বকাপ দেখার তার শ্রেষ্ঠ সময়। সেকাল আর একাল, সেই মানুষ আর এই মানুষ। আহ কতো তফাৎ! যুদ্ধে গেলে তো পুজিবাদ ধ্বসে যাবে, গরিবের পেটে খাদ্য জুটবে, ইনসাফ ফিরবে, জুলুম থামবে, মুসলমানদের মাথায় মুকুট ফিরবে, ইত্যাদী। আর বিলিয়ন ডলার খরচ করলে রাজত্ব ধরে রাখা যাবে। অতএব, লাগিয়ে দাও – ফিফা ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, টি টোয়েন্টি, এক্স টোয়েন্টি, ওয়াই টোয়েন্টি.. etc... (সংগ্রহ অনলাইন)
Mostrar todo...
👍 24 12
Photo unavailableShow in Telegram
👍 27 18
প্রতিটি রাজনীতির পিছনে আরেকটি হিডেন রাজনীতি থাকে। আওয়ামী ফ্যাসিস্ট শাসন কায়েম রাখার জন্য এদেশে যে পদক্ষেপ ও অপকর্ম গুলো করা হয়েছে। সেগুলো শুধুমাত্র এই দু:শাসন কায়েম রাখার জন্য নয়। তার মূল উদ্দেশ্য ছিলো ই-ন্ডিয়ার পরিকল্পনা বাস্তবায়নের পরিবেশ ক্রিয়েট করা। যেমন ধরুন, এদেশের প্রশাসন, অফিস,আদালাত,মন্ত্রণালয়, সেনাবাহিনী, মিডিয়া, শিক্ষাব্যবস্থা ইত্যাদি সকল বিষয় আওয়ামীলীগ তাদের হাতেই মুঠোয় বন্দী করে নিয়েছে। অপরদিকে বিরোধী দল,মতকে নির্যাতনের মধ্যে দিয়ে দুর্বল ও নিস্তেজ করে ফেলেছে ও সাধারণ জনগণকে মস্তিষ্কহীন বানিয়ে ফেলেছে। এ-সব কিছু করার মূল উদ্দেশ্য হলো ই-ন্ডিয়ার পরিকল্পনা বাস্তবায়ন। আপনাকে পঙ্গু বানানো হয়েছে ও অপরদিকে আপনাকে সাপোর্ট দিতে পারে এমন সকল প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র বঞ্চিত করা হচ্ছে না বরং বিরুদ্ধে দাড় করানো হয়েছে। এমন অবস্থায় আপনার অন্যসব ক্ষতি যদি করা হয় তাহলে অলরেডি নিস্তেজ হওয়ার ফলে হাহুতাশ ছাড়া যেমন কিছুই করতে পারবেন না আবার আপনাকে হেল্প করার সবগুলো লাইনও অফ থাকার ফলে চুপচাপ দেখা ছাড়া কোনো উপায়ও থাকবে না। ঠিক এই কাজটিই এদেশের জনগণের সাথে করা হয়েছে। একদিকে দীর্ঘদিনের নির্যাতন ও আগ্রাসনে যেমন অধিকাংশ মানুষ নিস্তেজ অন্যদিকে প্রশাসন থেকে শুরু করে মিডিয়া সবকিছু আবার বিপক্ষে কাজ করছে। এমন পরিবেশ যদি এদেশে ক্রিয়েট করা না যেতো, তাহলে ই-ন্ডিয়া ওপেনলি আগ্রাসন কায়েম করতে পারতো না। সমসাময়িক বিশ্বের জিওপলিটিক্স, ডিপ্লোম্যাসি সব কিছু মিলিয়ে মনে হয়না ভা-রত এদেশকে বুদ্ধিবৃত্তিক দখল থেকে বেরিয়ে এসে নিকটবর্তী সময়ের মধ্যে সরাসরি দখল করার চেষ্টা করবে কিংবা সম্ভব হবে। আবার সম্ভাবনা কেও উড়িয়ে দেওয়া যাবে না। সিকিম, হায়দ্রাবাদও এক সময় স্বাধীন রাষ্ট্র ছিলো সেগুলো আজ দখলে তবে বাংলাদেশের বিষয়টি অনেকটাই ভিন্ন। এই আলাপ এখানে করছি না। আর একটি বিষয় হলো, বাগানে গাছ না লাগিয়ে, মালিক না হয়েই যদি ফল,ফুল,গাছ সবকিছুই ভোগ করা যায় তাহলে কেনার জন্য সময়,শ্রম ও অর্থ খরচ করার কি প্রয়োজন? তারা অলরেডি বাংলাদেশকে চুষে,কামড়িয়ে,গিলে খাচ্ছে প্রতিনিয়ত। এখন থেকে বাংলাদেশে খালি চোখে যেগুলো দেখতে হবে প্রতিনিয়ত। তা আসলেই সহ্য করা মুশকিল হয়ে যাবে তাদের জন্য যাদের মেরুদণ্ড আছে।
Mostrar todo...
😭 27👍 8
রেল ট্রানজিট নিয়ে নিউজ ফিডে পোস্ট দেখেছিলাম ২০+,, আর সকাল থেকে এখন পর্যন্ত ক্রিকেট নিয়ে পোস্ট দেখলাম ১০০+,, স্বাধীনতার চাইতে দাসত্ব যখন প্রিয়। দাসদের বড় সমস্যা হলো সে যে, দাস এই জিনিসটাই বুঝানো যায় না। তার মাথাভর্তি দাসত্ব ও পেটে সাদা ভাত খাওয়ার প্রচন্ড ক্ষুধা। দাসত্বকে যখন কেউ স্বাধীনতাভাবে তখন তাকে মুক্ত করা অসম্ভব হয়ে পড়ে। বর্তমান এদেশের সামগ্রিক চিত্র।
Mostrar todo...
👍 25😢 12
গোলামদের দেশের ভেতর আরেকটা দেশ, গোলামদের টাকা দিয়েই রাস্তা বানাবে, দেশের ভেতর দিয়ে ট্রেনলাইন বানাবে নিজেদের জন্যে, গোলামরা ভোট দিতে পারে না - এসব নিয়ে গোলামদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বলেন এই মুক্তির যুদ্ধ একটা স্ক্যাম - সে রেগে ওঠে, গালিগালাজ করে, অনুগল্প লেখে স্ক্যাম নিয়ে (অথচ অনুস্বাধীনতা কিংবা অনুনুনু নিয়ে কোনো আপত্তি নাই)। গোলামদের এই মানসিকতাটা খুবই ইন্ট্রেস্টিং। সে "রিয়াল"কে ছেড়ে দিতে রাজী আছে কিন্তু মুক্তির যুদ্ধের "গল্প" ছাড়তে রাজী না। তার বাড়ীর ভেতর দিয়ে আরেকজন রাস্তা বানালে অসুবিধা নাই। তার সম্পদ সরাসরি লুট করলেও তার কোনো সমস্যা নাই। কিন্তু যে মুহূর্তে আপনি বলবেন যে মুক্তির যুদ্ধ একটা স্ক্যাম ছিলো - টুঙ্গিপাড়ার বাটপারদের নিয়ে একটা দেশ স্বাধীন করা তো দূর কি বাত - আপনি একটা মানিব্যাগ রক্ষা করতে পারবেন না - এক থালা ভাতও এইগুলার কাছে নিরাপদ না, চুরি করবে - শুনলেই সে আপনার ওপর ঝাঁপিয়ে পড়ে। গোলামদের কোনো ভাবেই বোঝানো যায় না যে তার দেশ স্বাধীন না - সেও স্বাধীন না। তাই সব বালছাল গল্পও করা উচিত না। গোলামকে বোঝানো যায় না যে এই পতাকা হোলো পৃথিবীর ইতিহাসে সব চাইতে কার্যকর গ্যালাসাইটিং টুল। এই দেশের জেনরেল, পুলিসের আইজি, এনবিআরের আবু ছাগল, বিচারপতি, এই দেশের ভোটডাকাত - সবাই যে আপনাকে লুটবে, আপনার সন্তানের ভবিষ্যৎ নিংড়ে নেবে - তার ন্যায্যতা হোলো এই পতাকা। গোলামকে বোঝানো যায় না যে - যা তাকে গোলাম বানিয়ে রেখেছে সেই একই জিনিস কোনোদিনও স্বাধীনতার প্রতীক হতে পারে না। কিন্তু গোলামরা এমন প্যারালাল য়ুনিভার্সে বসবাস করে যেখানে দুটাই সত্য। পতাকাও সত্য, পরাধীনতাও সত্য। গোলামরা দিনেরাতে লুটপাট হবে - অসুবিধা নাই কিন্তু ওদেরকে গোলাম বলেন, বলেন যে মুক্তির যুদ্ধ একটা স্ক্যাম - সে আপনাকে মেরে ফেলতে উদ্ধ্বত হবে। এক থালি ভাত আর একটা ফ্যান্টাস্টিক গল্প - গোলামকে গোলাম বানিয়ে রাখে। একটা বড় পেট আর একটা ভাষাহীন মাথা - গোলামকে গোলাম বানিয়ে রাখে। গোলামরা খুবই অদ্ভুত।ওরা মনে করে যে অন্য কেউ ওকে গোলাম বানিয়ে রেখেছে। ফাহাম আব্দুস সালাম।
Mostrar todo...
39👍 8
১৭৫৭ সালে আমরা পরাধীন হয়েছি। ১৯৭১ সালে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি। একদল লোক না বুঝেই মুক্তিযুদ্ধ নামক স্ক্যামে জড়িয়ে পড়েছিলো ও পুরোটাই যে মুসলিম শক্তিকে দুর্বল করে পূর্ব পাকিস্তানকে দখল নেওয়ার প্লান ছিলো ভারতের। সেটা নতুন প্রজন্মের সামনে পরিষ্কারভাবে ধরে দিবেই দিবেই।
Mostrar todo...
61👍 5
কোক নিয়ে ছোট্ট একটি কাজ দেখতে পারেন। https://www.facebook.com/share/v/eU8kXcwSsMdPkKTv/?mibextid=oFDknk
Mostrar todo...
Log in or sign up to view

See posts, photos and more on Facebook.

গরু হত্যা, গরু নির্যাতন টার্মটা ধরা খাওয়ার পর এবার গরুর মাথা জড়ায়ে ধরে ব্যাপারি/খামারিদের/মালিকদের কান্নাকাটি করার ছবি প্রচারের নতুন ট্রেন্ড চালু হইছে। বলা হচ্ছে এটাই নাকি আসল স্যাক্রিফাইস..!! কই জানি দেখলাম, একজন এমন এমনভাবে কাঁদছেন যেন ক্রেতাকে গরু বিক্রি করছেন না রীতিমতো মেয়ে বিদায় দিচ্ছেন। সবাই আবেগি বক্তব্য দিয়ে বলছে, আসল ত্যাগ স্যাক্রিফাইস নাকি ওই কৃষক করছেন অথচ ওই কৃষক লাভের জন্য বা টাকার জন্যই গরুটা পালছেন। ওই কৃষকের কাছে এটা একটা ব্যবসায়িক পণ্য যার উদ্দেশ্য হলো লাভ করা। স্যাক্রিফাইস তার জন্যই যিনি এটা কোরবানি করছেন। এটা নিয়ে নফরাত তামাশার কোন সুযোগ নেই। অনলাইন থেকে নেওয়া।
Mostrar todo...
👍 38 17
বিম্পি স্বপ্ন দেখে দেশের অর্থনীতি কোলাপ্স করবে , সেই জন্য সরকার পড়ে যাবে, এরপর তারা ক্ষমতায় আসবে। এরকম তেলাপোকা মার্কা দল দেশের উন্নতি কখনোই করতে পারবে না, এদের ধান্দা ক্ষমতায় এসে লুট করা। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে, এখানে দেশকে নিয়ে টেনশন না করে তারা ওয়েট করতেসে আর কয়দিন। ভাইরে ভাই , যেই ফোকিন্নী দলের বিরুদ্ধে তোরা জন্মের পর থেকে রাজনীতি করস এখনো চিনোস নাই তাদের । এই সাপগুলা দরকার হইলে দেশের পোর্ট বেঁচবে, এয়ারপোর্ট লীজ দিবে, দেশের সম্পদ বেঁচে হইলেও টিকে থাকবে, আরো লোন নিবে, তেল গ্যাসের দাম আরো বাড়াবে, কারণ সে জানে দেশের মানুষ হইলো ভীতু টিকটিকি, তারা শোষিত হবে কিন্তু রিট্যালিয়েট করবে না। চালের দাম বাড়লেও করবে না। যতদিন পর্যন্ত দেশ একটা ভালো নেতা না পাইতেসে এই অবস্থার কোনো উন্নতি হইতেসে না। আর একবার ইকোনমি ক্র্যাশ করলে ঘুড়ে দাঁড়ানো ৫-৭ বছর টানা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স ছাড়া পসিবল না। লেখা: আহমেদ সামরান
Mostrar todo...
👍 35🔥 5 1
Elige un Plan Diferente

Tu plan actual sólo permite el análisis de 5 canales. Para obtener más, elige otro plan.