cookie

We use cookies to improve your browsing experience. By clicking «Accept all», you agree to the use of cookies.

avatar

Raihan Khairullah

আমার লেখা শেয়ার করা হবে৷ এছাড়া বিভিন্ন উপকারী বই, নিউজ, ছবি, অডিও, ভিডিও, এপ ও লিংক দেওয়া হবে। ফিলিস্তিনের প্রতি ভালোবাসা তো থাকবেই।

Show more
Advertising posts
958
Subscribers
No data24 hours
-17 days
-530 days

Data loading in progress...

Subscriber growth rate

Data loading in progress...

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা! অন্যায়, অবিচার, দুর্নীতি-মুক্ত নতুন এক রাষ্ট্র কামনা করি
Show all...
2
শাহবাগ আন্দোলনকারীদের দখলে।  শিক্ষার্থীদের ধাওয়ায় পালিয়েছে পুলিশ। সূত্র : মানবজমিন . দেশের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট থেকে নয়, নির্ধারিত হবে অভ্যুত্থানের মঞ্চ শাহবাগ থেকে। _আসিফ মাহমুদ সমন্বয়ক কোটা বিরোধী আন্দোলন . অসমর্থিত সূত্রে জানা গেছে, ইন্টারনেট বন্ধকালীন মুহূর্তে ডাইনি পালিয়েছে। সংবাদটি নিশ্চিত নয়। . দুইটি খবর পাওয়া যাচ্ছে- ১। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অস্থায়ী সরকার আসছে। ২। মার্শাল 'ল আসছে।
Show all...
মোবাইল ডাটা ব্যবহারের ট্রিকস ফোনে প্রথমে Airplane Mode দিন, তারপর Airplane Mode সরিয়ে সেটিংস-এ গিয়ে Network 2G সিলেক্ট করে ভিপিএন কানেক্ট করুন। ভিপিএন কানেক্ট অবস্থায় আবার সেটিংস-এ গিয়ে 4G চালু করুন। নেট চলবে ফুল স্পিডে! _আমি ব্রডব্যান্ড-এর চেয়ে ভালো স্পিড পাচ্ছি রবি সিমে।
Show all...
চল চল চল- ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণি তল, অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল চল চল চল। ঊষার দুয়ারে হানি' আঘাত আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল! চল রে নও-জোয়ান শোন রে পাতিয়া কান মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে জীবনের আহবান। ভাঙ রে ভাঙ আগল, চল রে চল রে চল চল চল চল। ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ, শহীদী-ঈদের সেনারা সাজ, দিকে দিকে চলে কুচ-কাওয়াজ- খোল রে নিদ-মহল! কবে সে খেয়ালী বাদশাহী, সেই সে অতীতে আজো চাহি' যাস মুসাফির গান গাহি' ফেলিস অশ্রুজল। যাক রে তখত-তাউস জাগ রে জাগ বেহুঁস। ডুবিল রে দেখ কত পারস্য কত রোম গ্রীক রুশ, জাগিল তাহারা সকল, জেগে ওঠ হীনবল! আমরা গড়িব নতুন করিয়া ধুলায় তাজমহল চল চল চল। -কাজী নজরুল ইসলাম
Show all...
👍 1 1
বাংলাদেশের কওমি মাদ্রাসার উস্তায-তলাবার উদ্দেশ্যে- আমি তারেকুল ইসলাম, সমন্বয়ক-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই পরিচয়টা অনেকেই জেনেছেন। তবে আমার যে পরিচয়টা অনেকেই জানেন না, তা হলো আমি কওমি মাদ্রাসা পরিবারের একজন সদস্য। আমি একজন গর্বিত কওমি সন্তান। আমার শিক্ষাজীবনের সিংহভাগ কেটেছে বাংলাদেশের কওমি শিক্ষাব্যবস্থায়। হিফজ থেকে শুরু করে মিশকাত পর্যন্ত। এই শিক্ষাব্যবস্থায় আমার নাড়ি পোতা, আমার আবেগ-অনুভূতির বড় অংশ জুড়ে কওমি মাদ্রাসা। কওমি পরিবারের একজন সদস্য হয়ে পরিবারের বাকি সদস্যদেরকে চলমান জালেম বিরোধী সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা দেখেছি আপনারা (পড়ুন আমরা) অলরেডি এই সংগ্রামে নেমে এসেছেন। যাত্রাবাড়ি-ফরিদাবাদ-হাটহাজারী-পটিয়া মাদ্রাসার ছাত্ররা ইতোমধ্যেই রাজপথে সরব। আল্লাহর শোকর। এটুকু নিশ্চিত করে করে বলতে চাই, আমাদের ব্যপক অংশগ্রহণ ছাড়া এই বিপ্লব সফলতার মুখ দেখবে না। এটা জালেমের বিরুদ্ধে ইনসাফ কায়েমের জিহাদ। আর বাংলাদেশের কওমি মাদ্রাসার যে বিশাল জনশক্তি আছে, তা অন্য কারো পক্ষে কল্পনা করাও কঠিন। এই দেশের মানুষের নানারকম সহায়তায় কওমি মাদ্রাসাগুলো চলে। সুতরাং, দেশের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি "হাসিনার পতন" আন্দোলনে আমাদের ব্যাপক অংশগ্রহণ নৈতিক দায়িত্ব। আমরা কখনো ক্ষমতার জন্য দেশের মানুষের জানমালের ক্ষতি করিনি। অথচ এই খুনি সরকার ২০১৩ সালে শাপলায় আমাদের উপর নির্মম গণহত্যা চালিয়েছে। ভাইদের লাশগুলো গুম করেছে, খুনী হাসিনার পেটোয়া ছাত্রলীগ-যুবলীগ বাহিনী বহু কওমি মাদ্রাসায় হামলা করেছে। মাদ্রাসা থেকে তুলে নিয়ে খুন করেছে। শুধু গণহত্যা চালিয়েই তারা ক্ষান্ত হয়নি। শহীদদের লাশের সাথে যে মশকরা তারা করেছে, এই বাংলায় কোনো শাসকেরই সে ইতিহাস নেই। আমরা আমাদের আসাতিযায়ে কেরাম, তলাবায়ে কেরামের সেই আত্মত্যাগ ভুলিনি। আমাদের হৃদয়ে সেই রক্তের দাগ এখনো মুছে যায়নি। তাদের লাশের সাথে কোনো বেঈমানিও আমাদের পক্ষে সম্ভব না। প্রিয় ভাইয়েরা! প্রিয় উস্তাযগণ! আজকে আপনার, আমার ভাই ও বোনদের উপর একইভাবে গণহত্যা চালাচ্ছে এই রক্তখেকো জালেম। আমরা যদি এই রক্তের বদলা না নিই, জালেমের উৎখাত করে তাদের বিচার নিশ্চিতে এই লড়াইয়ে শামিল না হই, তাহলে আমি জানি না কাল কেয়ামতে আল্লাহর দরবারে কোন মুখ নিয়ে দাঁড়াবো আমরা। আমরা এই জাতির অংশ, জাতির প্রতি সবথেকে বড় দায়বদ্ধতা আমার, আপনার অর্থাৎ কুরআন-হাদীস চর্চাকারীদের। আপনারা কাল দশগুণ শক্তি নিয়ে এই লড়াইয়ে নেমে আসুন। সারাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা ঢাকার দিকে অগ্রসর হন। সারা দেশ থেকে ঢাকামুখী লংমার্চ সফল করুন। নির্দিষ্ট পয়েন্টগুলোতে অবস্থান নিন। যারাই আসবে খুনির পক্ষে, তাদের প্রতিহত করুন। আমি অনুরোধ করবো ঢাকার প্রত্যেকটা কওমি মাদ্রাসা কর্তৃপক্ষকে, আপনারা মাদ্রাসা উন্মুক্ত করে দিন আন্দোলকারী ছাত্র-জনতার জন্য। ঢাকার বাইরে থেকে আগত ছাত্র-জনতাকে আশ্রয় দিন। মাদ্রাসার বোর্ডিংগুলোতে বেশি বেশি খাবার রান্না করুন। আন্দোলনকারীদের মধ্যে খাবার বিলিয়ে দেন, পানি পরিবেশন করুন। জালেম হাসিনার গদিতে একসাথে টান দিই, আসুন। نصر من الله وفتح قريب. وبشر المؤمنين.
Show all...
👍 7
আজ যে তাজা রক্ত ঝড়ালেন। এই রক্তের ভয়াবহ শোধ নিতে ঢাকায় আসছে সারাদেশের জনশ্রোত। আগামীকাল ঢাকায় এক কোটি ছাত্র-জনতার সম্মিলন ঘটবে ইনশাআল্লাহ। যে যেভাবে পারেন, রাতেই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করুন। ঢাকার আকাশ বাতাস ধ্বনিত হবে স্বৈরাচার পতনের শ্লোগানে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জনতাকে জড়ো করে ঢাকার উদ্দেশে বেড়িয়ে পরুন। এবারের লড়াই আমাদের চুড়ান্ত লড়াই। বাংলার মুক্তিকামী ছাত্র-জনতার বিজয় সুনিশ্চিত। -আসিফ মাহমুদ
Show all...
Photo unavailableShow in Telegram
👍 1
Photo unavailableShow in Telegram
“লংমার্চ টু ঢাকা” ৫ অগাস্ট (সোমবার) সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান। জমায়েত: শাহবাগ দুপুর ২টা "ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় আসো জনতা" . পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে খুন করেছে খুনি হাসিনা। চুড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন। চুড়ান্ত লড়াই, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে। যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যূদয় ঘটাবো। -আসিফ মাহমুদ সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
Show all...
👍 3
আজ সারা দেশে বিভিন্ন সংঘর্ষে এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছে। মুন্সিগঞ্জে ৩ জন মাগুরায় ৩ জন রংপুরে ৪ জন বগুড়ায় ৩ জন পাবনায় ৩ জন সিরাজগঞ্জে ১ জন বরিশালে ১ জন কুমিল্লায় ১ জন ভোলায় ৩ জনসহ মোট ২২ জন নিহত হয়েছেন। - মানবজমিন ও প্রথম আলো
Show all...
Choose a Different Plan

Your current plan allows analytics for only 5 channels. To get more, please choose a different plan.